ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

৫০ কিলোমিটার নৌপথ যুক্ত হবে হাতিরঝিলের সঙ্গে (ভিডিও)

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২২ অক্টোবর ২০২২ | আপডেট: ১২:৪৯, ২২ অক্টোবর ২০২২

রাজধানীতে ৫০ কিলোমিটার নৌপথ চালু করতে প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুড়িগঙ্গার সাথে মান্ডা, জিরানী, কালুনগর, শ্যামপুর খালের সংযোগে হবে এই নৌপথ। খালগুলো যুক্ত হবে হাতিরঝিলের সঙ্গেই। 

বুড়িগঙ্গা নদীর কোল ঘেষে ঢাকা জন্ম। এই নদীর সাথে যুক্ত খাল দিয়ে একসময় যাতায়াতের পাশাপাশি মালামাল পরিবহন করা হত।

কিন্তু দখল আর দূষণে খালগুলো অস্তিত্ব হারিয়েছে। মৃতপ্রায় এসব খাল আগের মতো পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন

পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসার কাছ থেকে বড় চারটি খালের দায়িত্ব নিয়ে নৌপথ চালু করতে চায় দক্ষিণ সিটি।

ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, “শ্যামপুর, জিরানি, মান্ডা এবং কালুনগর এর মধ্যে সবচেয়ে বড় হলো শ্যামপুর খাল। কেউ যদি খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো আমরা অপসারণ করবো। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০ কিলোমিটার ওয়াটার ওয়ে সৃষ্টি হবে।”

আট কিলোমিটার নৌপথ তৈরি করতে কামরাঙ্গির চরে আদি বুড়িগঙ্গার খনন কাজ শুরু হয়েছে। এছাড়া মান্ডা কালুনগর খালের সাথে সাথে হাতিরঝিলের সংযোগে আরও নতুন নৌপথ তৈরির পরিকল্পনাও করছে সিটি করপোরেশন। 

ফরিদ আহাম্মদ আরও বলেন, “আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ঢাকা দক্ষিণ সিটি উদ্যোগ নিয়েছে। এটির সঙ্গে ত্রিমোহনী থেকে ফকিরখালীর সংযোগ হয়ে গেলে ওখানেও প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটারের একটা ওয়াটার ওয়ে’র সৃষ্টি হবে।”

এই উদ্যোগে সফল হলে ৫০ কিলোমিটারের বেশি নতুন নৌপথ চালু হবে, রাজধানীতে কমবে যানজট এমন আশা সংশ্লিষ্টদের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি